ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৫ স্বাস্থ্য সেবাকর্মীকে হত্যার ঘটনায় সৈন্যদের ভুল স্বীকার করেছে ইসরাইলের সেনাবাহিনী। গত ২৩ মার্চ গাজা উপত্যকার রাফার কাছে ওই স্বাস্থ্য সেবাকর্মীদের গুলি চালিয়ে হত্যা করে ইসরাইলের সৈন্যরা।ইসরাইলের সেনাবাহিনী শুরুতে অন্ধকারে হেডলাইট বা ফ্ল্যাশিং লাইট ছাড়া গাড়ি বহরটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গুলি চালানো হয় বলে দাবি করেছিল। ইসরাইলি বাহিনী বলেছিল, গাড়িগুলোর চলাচলের বিষয়ে আগে থেকে ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করা হয়নি অথবা তাদের জানানাে হয়নি।ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিহতদের মধ্যে অন্তত ছয়জন হামাসের সঙ্গে যুক্ত বলে দাবি করেছিল। যদিও তাদের এই অভিযোগে সমর্থনে কোনও প্রমাণ দেখাতে পারেনি আইডিএফ।আইডিএফ স্বীকার করেছে, সৈন্যরা গুলি চালানাের সময় গাড়ি বহরে থাকা লোকজন নিরস্ত্র ছিলেন।
[Disclaimer: You may visit the news source-dailyamardesh.com]