ইসরাইলের সামরিক বাহিনীকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সরবরাহে বাধা প্রদান করে মাইক্রোসফটের দুই কর্মচারী। এর জেরে ওই কর্মীদের বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার মাইক্রোসফটের পক্ষ থেকে চিঠি দিয়ে তাদের বরখাস্ত করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইসরাইল।
অসদাচরণের অভিযোগ এনে চিঠি দিয়ে একজন কর্মীকে বরখাস্ত করা হয়েছে এবং অন্যজন তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে মাইক্রোসফট।গত শুক্রবার বিক্ষোভ শুরু হয়েছিল যখন প্রতিষ্ঠানটির সফটওয়্যার প্রকৌশলী ইবতিহাল আবুসাদ স্টেজের দিকে ছুটে যান। ওই সময় একজন নির্বাহী নতুন পণ্যের বৈশিষ্ট্য এবং মাইক্রোসফটের এআই কার্যক্রমের দীর্ঘমেয়াদি অবস্থান তুলে ধরছিলেন। অনুষ্ঠানে আবুসাদ মাইক্রোসফট এআই সিইও মুস্তাফা সুলেমানের দিকে চিৎকার করে বলেছিলেন, আপনি দাবি করেন যে আপনি ভালোর জন্য এআই ব্যবহার করার বিষয়ে চিন্তা করেন কিন্তু মাইক্রোসফট ইসরাইলি সামরিক বাহিনীকে এআই অস্ত্র বিক্রি করে। পঞ্চাশ হাজার মানুষ মারা গেছে এবং মাইক্রোসফটের কারণে আমাদের অঞ্চলে এই গণহত্যা হয়েছে।
[Disclaimer: You may visit the news source-dailyamardesh.com]